How to earn money from Freelancer.com – Professional Freelancing Bangla

আপনি কি ঘরে বসে অনলাইনে কাজ করতে চান ? আপনি কি একজন ফ্রিল্যান্সার হিসেবে সারা বিশ্বের কাছে নিজেকে তুলে ধরতে চান ? তাহলে এই পোষ্ট টি আপনার জন্য আশা করি পোস্টটি মনোযোগের সহিত পড়বেন।
চলুন প্রথমে দেখে নেই অনলাইনে কি কি কাজ গুলো করা হয়ে থাকে??
What are the main services you offer to clients?
Accounting & Consulting
- Accounting
- Financial Planning
- Human Resources
- Management Consulting
- Other – Accounting & Consulting
Admin Support
- Data Entry
- Personal/Virtual Assistant
- Project Management
- Transcription
- Web Research
- Other – Admin Support
Customer Service
- Customer Service
- Technical Support
- Other – Customer Service
Data Science & Analytics
- A/B Testing
- Data Extraction/ETL
- Data Mining & Management
- Data Visualization
- Machine Learning
- Quantitative Analysis
- Other – Data Science & Analytics
Design & Creative
- Animation
- Art & Illustration
- Audio Production
- Brand Identity & Strategy
- Graphics & Design
- Motion Graphics
- Photography
- Physical Design
- Presentations
- Video Production
- Voice Talent
Engineering & Architecture
- 3D Modeling & CAD
- Architecture
- Chemical Engineering
- Civil & Structural Engineering
- Contract Manufacturing
- Electrical Engineering
- Interior Design
- Mechanical Engineering
- Product Design
- Other – Engineering & Architecture
IT & Networking
- Database Administration
- ERP/CRM Software
- Information Security
- Network & System Administration
- Other – IT & Networking
Legal
- Contract Law
- Corporate Law
- Criminal Law
- Family law
- Intellectual Property Law
- Paralegal Services
- Other – Legal
Sales & Marketing
- Display Advertising
- Email & Marketing Automation
- Lead Generation
- Market & Customer Research
- Marketing Strategy
- Public Relations
- SEM – Search Engine Marketing
- SEO – Search Engine Optimization
- SMM – Social Media Marketing
- Telemarketing & Telesales
- Other – Sales & Marketing
Translation
- General Translation
- Legal Translation
- Medical Translation
- Technical Translation
Web, Mobile & Software Dev
- Desktop Software Development
- Ecommerce Development
- Game Development
- Mobile Development
- Product Management
- QA & Testing
- Scripts & Utilities
- Web & Mobile Design
- Web Development
- Other – Software Development
Writing
- Academic Writing & Research
- Article & Blog Writing
- Copywriting
- Creative Writing
- Editing & Proofreading
- Grant Writing
- Resumes & Cover Letters
- Technical Writing
- Web Content
- Other – Writing
এখানে উপরের লিস্ট থেকে আপনি যদি কোন একটি বিষয়ে দক্ষ হয়ে থাকেন তাহলে আপনি চাইলেই ঘরে বসে অনলাইনে কাজগুলো করতে পাবেন । অনলাইনে বিশ্বব্যাপী কাজ করার জন্য তৃতীয় কোন মাধ্যম প্রয়োজন পড়ে। freelancer.com এ তৃতীয় পক্ষ হিসেবে কাজ করে থাকে। আপনি যদি কাজ করতে চান অথবা কারো দাড়া করিয়ে নিতে চান উভয় ক্ষেত্রে আপনাকে freelancer.com একটি অ্যাকাউন্ট খুলে নিতে হবে ।
অনলাইনে অসংখ্য প্ল্যাটফর্ম রয়েছে যেগুলো ফ্রিল্যান্সারদের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে থাকে। তার মধ্যে freelancer.com একটি অন্যতম জনপ্রিয় ওয়েবসাইট । এযাবৎকালে যতগুলো ফ্রিল্যান্স মার্কেটপ্লেস রয়েছে তার মধ্যে freelancer.com প্রথম দিকের একটি ওয়েবসাইট । সুতরাং এখানে অনেক বেশি Buyer রয়েছে এবং অনেক প্রফেশনাল ফ্রিল্যান্সার রয়েছে। এই পোস্টে আমি freelancer.com সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করছি আশা করি আপনাদের উপকারে আসবে।
এরপর আপনার প্রোফাইল পিকে সুন্দর করে সাজাতে হবে । আপনি যদি Client হন সে ক্ষেত্রে খুব বেশি সাজানোর প্রয়োজন হয় না । তবে আপনি যদি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে সুন্দর করে প্রোফাইল সাজাতে হবে।
আপনার প্রোফাইল এমনভাবে সাজাতে হবে যাতে আপনি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার সেটি সুন্দর করে ফুটে উঠে । এর জন্য আপনাকে খুব সুন্দর ও স্মার্ট একটি ফটো আপলোড করতে হবে । আপনি কি কি বিষয়ে অভিজ্ঞ সেসব বিষয় উল্লেখ করতে হবে । আপনার যদি কোন বাস্তব অভিজ্ঞতা থেকে থাকে এবং সেটি কত দিনের অভিজ্ঞতা সেটি উল্লেখ করতে হবে । আপনার স্থায়ী ও বর্তমান ঠিকানা যুক্ত করতে হবে । আপনি যদি কোন সোশ্যাল মিডিয়াতে যুক্ত থাকেন সেইসব সোশ্যাল মিডিয়া যুক্ত করে নিতে হবে। এছাড়াও freelancer.com কিছু সাধারন নৈর্ব্যক্তিক প্রশ্ন করবে । সেই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে । ভয়ের কিছু নেই প্রশ্নগুলো খুবই সাধারন এবং উত্তরগুলো ওখানেই থাকবে আপনি শুধু চারটি উত্তর থেকে যে কোন একটি উত্তর চুস করবেন।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে পেমেন্ট মেথড এবং আইডেন্টি ভেরিফিকেশন। freelancer.com এ আপনি যদি আয় করেন সেই আয় এর টাকা কিভাবে উত্তোলন করবেন কোন ব্যাংকের মাধ্যমে উত্তোলন করবেন সেটি এখানে যুক্ত করে দিতে হবে । আর আপনি যে একজন মানুষ রোবট নন এবং আপনি সৎ উদ্দেশ্য নিয়ে এই সাইটে অ্যাকাউন্ট ওপেন করেছেন এবং বৈধ সার্ভিস প্রদান করার জন্য । সেই জন্য আপনার জাতীয় ভোটার আইডি কার্ডের স্ক্যান কপি ব্যাংক স্টেটমেন্ট ইউটিলিটি বিল অথবা বিদ্যুৎ বিলের কাগজ অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট আইডি ব্যবহার করে ভেরিফিকেশন করে নিতে হবে।
প্রোফাইল মোটামুটি 60 থেকে 70 পার্সেন্ট ফুলফিল হলেই আপনি কিন্তু কাজের জন্য বিড করতে পারবেন। বিড করার সময় অবশ্যই কাজের বিবরণ ভালো করে পড়ে নিবেন । যদি আপনি কাজটি করতে পারেন তবে কাজটি করবেন বিট করা অর্থ এখানে আবেদন করা বা আপনার পক্ষ থেকে অফার পাঠানো বায়ারের নিকট । অবশ্যই লোকেশন ভেরিফাই আছে কিনা এইসব বিষয় দেখি না ভালো । এর ফলে আপনি কাজ করে সহজে প্রতারিত হবেন না । অনেক সময় কিছু বায়ার থাকে এশিয়ার যারা খুবই ঝামেলা করে কাজ নিয়ে এবং প্রোফাইলে বাজে ফিডব্যাক দেয়। freelancer.com এ একাউন্ট খুলবেন তারা এখানে বিট করে কাজ পাওয়ার সম্ভাবনা খুবই কম । তাই বিট করার পাশাপাশি আপনি যদি এখানে কনটেস্ট গুলোতে অংশগ্রহণ করেন এবং সেখান থেকে যদি আপনি আপনার কাজের দক্ষতা দেখাতে পারেন । তাহলে কিন্তু আপনি কনটেস্ট জয়লাভ করতে পারেন । এবং প্রতিটি কনটেস্ট জয় করলে আপনি মোটামুটি একটি অর্থ আয় করতে পারবেন । এভাবে ধীরে ধীরে যখন আপনি এখানে প্রফেশনাল ফ্রিল্যান্সার হয়ে উঠবেন । তখন আপনি বিড করেও কাজ করতে পারবেন অথবা আপনার বিট করতেই হবে না আপনাকে খুঁজে নিয়ে কাজ দিয়ে দিবে ।
এখানে ফ্রি মেম্বারশিপ এর পাশাপাশি পেইড মেম্বারশিপ রয়েছে । আপনি চাইলে তাদের পেইড মেম্বারশিপ গ্রহণ করতে পারেন । এর ফলে আপনি বেশি বেশি বিট করতে পারবেন এবং আপনার প্রোফাইলটি টপ লিস্টে রেখে দিবে । তবে আমি মনে করি আপনি যদি ভালো কাজ করতে পারেন সে ক্ষেত্রে পেইড মেম্বারশিপ নেয়ার কোনো প্রয়োজন নেই । আপনি ফ্রি মেম্বারশিপ থেকেই কাজ শুরু করতে পারেন।
আপনাদের সুবিধার্থে এখানে ভিডিওতে প্রতিটি বিষয় হাতে-কলমে দেখানো হয়েছে । আশাকরি ভিডিওটি দেখলে সম্পন্ন যাবেন বুঝতে পারবেন । ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না । আর freelancer.com সম্পর্কিত কোন কিছু জানতে চাইলে কমেন্ট করে জানাতে পারেন । আমি চেষ্টা করব সাধ্যমত বোঝানোর ।