How to Make money Online $300 Per Month by Vector Tracing Job – Fiverr Bangla Tutorial

How to Make money Online $300 Per Month by Vector Tracing Job – Fiverr Bangla Tutorial
প্রথমেই বলে নেই ফাইবার হচ্ছে একটি আধ্যাত্মিক মার্কেটপ্লেস । আধ্যাত্মিক মার্কেটপ্লেস এইজন্য, কারণ এখানে অসংখ্য অভিজ্ঞ ফ্রিল্যান্সার রয়েছে যারা অনেক কঠিন কঠিন কাজ করেন অথচ তাদের তেমন কোন অর্ডার নেই।
অপরদিকে অনেকেই আছেন, যারা সামান্য কিছু একদম সহজ কাজ জানেন। সেই সামান্য কাজ দিয়েই প্রতিমাসে অনেক আয় করেন।
তাহলে কি এখানে ফাইবারের দোষ? মোটেই না, দোষ হচ্ছে আমাদের, আমরা অনেক দামি দামি কাজ জানি, অনেক কঠিন কাজ জানি, কিন্তু আমরা এটা জানি না আসলে অনলাইনে কোন কাজটির চাহিদা বেশি এবং কোন কাজটি কম সময়ে , কম পরিশ্রমে অনেক বেশি Client স্যাটিসফাই করা যায়।
আজ আমি এরকম একটি কাজের কথা বলবো হয়তো অনেকেই জানেন না যে , ফাইবারে এই কাজটির অসংখ্য চাহিদা রয়েছে ।
শুধুমাত্র এই কাজটি করেও কিন্তু আপনি প্রতি মাসে 300 থেকে 400 ডলার আয় করতে পারেন।
কি বিশ্বাস হচ্ছে না ? চলুন তাহলে দেখে নেই ……
Fiverr যাওয়ার পর সার্চ বারে শুধু লিখবেন Logo Redraw
অথবা গ্রাফিক্স ডিজাইন ক্যাটাগরির আন্ডারে ভেক্টর ট্রেসিং Sub ক্যাটাগরির আন্ডারে অনেকগুলো সার্ভিস দেখতে পাবেন । তার মধ্যে অধিকাংশই Logo Redraw অথবা ছোটখাটো ভেক্টর ট্রেসিং।
এই কাজগুলো কিন্তু আপনি খুব সহজে করতে পারবেন এবং ভালোভাবে করতে পারলে প্রতিমাসে মোটামুটি অর্ডার পাবেন।
কিভাবে কাজটি করতে হয় সম্পূর্ণ শেখাবো আপনাদের .
এবং এর সবচাইতে সহজ পদ্ধতি এবং এডভান্স লেভেল পদ্ধতি দেখানোর চেষ্টা করব কিন্তু মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে হবে।
হ্যালো ভিউয়ার্স শুভেচ্ছা জানাচ্ছি আমার চ্যানেলে,
আমি কানাইলাল, আমি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার । 2010 সাল থেকে ফ্রীল্যান্সিং জগতে রয়েছে বিভিন্ন কাজ নিয়ে, বিভিন্ন মার্কেটপ্লেসে। এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের ফ্রিল্যান্সিং বিষয়ক যাবতীয় টিপস এবং সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি। আশা করি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন করে আমার সঙ্গেই থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আর আগে থেকে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য মোস্ট ওয়েলকাম ।
ইউটিউব এন্ড গুগোল টার্মস এন্ড কন্ডিশন এর কারণে সব জায়গায় ক্রাক ফাইল শেয়ার করা যাচ্ছে না এই জন্য দুঃখিত । আজীবন মেয়াদে ফ্রি চালাতে চাইলে অবশ্যই ফেসবুক পেজের মাধ্যমে আমাকে ইনবক্স করুন । এখানে সফটওয়্যার দুটির অফিশিয়াল লিংক দেয়া হল এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন ।
এডোবি ইলাস্ট্রেটর Vector graphics software | Adobe Illustrator
https://www.adobe.com/products/illustrator.html
এডোবি ইলাস্ট্রেটর ফ্রি চালাইতে গেলেও আপনাকে অফিশিয়াল ফ্রী ভার্সনটি ডাউনলোড করে নিতেই হবে
তারপর ক্রাক ভার্শন টি রিপ্লেস করতে হবে অথবা শুধুমাত্র প্যাচ ফাইল ডাউনলোড করলেই হবে
ভেক্টর ম্যাজিক Vector Magic Desktop Edition – Vector Magic
https://vectormagic.com/desktop
পোস্টটি ভাল লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন আবারো হাজির হব অন্য কোন দিন অন্য কোন টিপস নিয়ে সে পর্যন্ত সবাই সাথেই থাকবেন