Whiteboard Animation 2d Explainer Video Making by Sketch Pro 03 – Bangla Tutorial

Whiteboard Animation 2d Explainer Video Making by Sketch Pro 03 – Bangla Tutorial
হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন । আজকে আমি খুব ইম্পরট্যান্ট ও সুন্দর একটি পোস্ট করতে যাচ্ছি । আপনারা অনেকেই হয়তো জানেন হোয়াইট বোর্ড এনিমেটেড এক্সপ্লাইনের ভিডিও সম্পর্কে । হ্যাঁ যদি জেনে থাকেন তাহলে ভাল , আর যদি না জেনে থাকেন আমার এই ভিডিও পোস্টটি দেখতে পারেন।
বর্তমান সময়ে ইউটিউব ভিডিও ও মাঝারি ও বৃহৎ শিল্পের কোম্পানিগুলোর প্রমোশনাল মার্কেটিং এর জন্য যে ভিডিও গুলো তৈরি করা হয় তার অধিকাংশই হোয়াইটবোর্ড অ্যানিমেশন । হোয়াইটবোর্ড অনিমেশন বেশি ব্যবহৃত হয় কারণ এক্সপ্লাইনের ভিডিওর মাধ্যমে খুব সহজেই তথ্য উপস্থাপন করা সম্ভব হয় । হোয়াইট বোর্ড এনিমেশন ভিডিওগুলো দেখতে অনেকটা দৃষ্টিনন্দন ও আকর্ষনীয় হয় এর ফলে অধিক পরিমাণ ও অডিয়েন্স পাওয়া যায়।
কাজেই বুঝতে পারছেন এই কাজটি যদি আপনি সুন্দর করে করতে পারেন বা ভালোভাবে শিখতে পারেন সে ক্ষেত্রে আপনি professional-services দিয়ে আপনি অনলাইন থেকে আয় করতে পারবেন। অথবা আপনি যদি নিজে আপনার প্রতিষ্ঠানে কোম্পানির জন্য এড তৈরি করেন সে ক্ষেত্রে অনেক উপকার হবে । অথবা আপনি আপনার ইউটিউব চ্যানেলে এরকম ভিডিও আপলোড করে অনেক পরিমাণে ভিউ এবং অডিয়েন্স তৈরি করতে পারেন।
এনিমেটেড ভিডিও বহু ধরনের হতে পারে । তারমধ্যে দুই ধরনের বেশি লক্ষ করা যায় । একটি হচ্ছে 3D এনিমেশন অ্যানিমেশন টুডি 3D এনিমেশন। 3D এনিমেশন হোয়াইটবোর্ড এক্সপ্লেইন এর ভিডিও তৈরি করার জন্য অনেক ধরনের সফটওয়্যার আছে তার মধ্যে সবচাইতে বহুল ব্যবহৃত জনপ্রিয় সফটওয়্যার গুলোর নাম নিচে দিয়ে দিলাম । আপনারা ইউটিউব থেকে সার্চ করে দেখে নিতে পারেন।
1. Explaindio Video Creator
2. Video Maker FX
3. Video Scribe
4. Animiz
5. Sketch Pro 03
উপরের প্রতিটি সফটওয়্যার প্রিমিয়াম ভার্শন । এগুলো ব্যবহার করার জন্য আপনাকে এককালীন অথবা মান্থলি অথবা বাৎসরিক চার্জ প্রদান করতে হতে পারে। গুগল অথবা ইউটিউবে সার্চ করলে অনেক ফ্রী ভার্শন ক্রাক ভার্শন পাবেন । যেগুলো আসলে ব্যবহার করা যায়না অনেক প্রকার সমস্যা হয় । একদিন অথবা সর্বোচ্চ দুই দিন ব্যবহার করতে পারবেন এরপর পুনরায় সমস্যা দেখা দেয় । তাই আপনি যদি প্রফেশনাল মানের হোয়াইটবোর্ড এক্সপ্লেইন আর ভিডিও তৈরি করতে চান তাহলে আপনাকে অবশ্যই এগুলোর পেইড ভার্সন টি কিনে নিতে হবে।
আমার জানামতে এখান থেকে ভিডিও স্ক্রাইব এই সফটওয়্যারটি অনেক বেশি জনপ্রিয় এবং ব্যবহার অত্যন্ত সহজ । কিন্তু পেইড ভার্সন হওয়ায় এই সফটওয়্যারটি সম্পর্কে বিশেষ কিছু দেখালাম না । আপনারা যাতে বিনামূল্যে হোয়াইটবোর্ড অনিমেশন সফটওয়্যার ডাউনলোড ব্যবহার করতে পারেন সেই জন্য Sketch Pro 03 এই সফটওয়্যারটি সম্পর্কে ভিডিওতে দেখানো হয়েছে । আপনারা সফটওয়্যার টি ডাউনলোড করার জন্য ফেসবুক গ্রুপে দেয়া লিংক থেকে ডাউনলোড করে নিতে পারেন । আর কিভাবে কাজ করতে হয় তা ভিডিওটিতে সুন্দর করে দেখানো হয়েছে । এই সফটওয়ারটি একদম সহজ।
White Board Animation For PC free download
Easy Sketch Pro 3 For FREE Download Link –
https://web.facebook.com/groups/Professional.Freelancers.group/permalink/3244573445766904/
বিনামূল্যে গ্রাফিক্স ডিজাইন ও ও ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং শিখতে চান তারা অবশ্যই আমার এই গ্রুপটিতে জয়েন করেন